আমি পদ্মজা উপন্যাসের মূল কাহিনি কি? সারসংক্ষেপ পড়ুন | Download pdf free | সকল পর্ব ডাউনলোড করুন |

Onlifree
0

 

আমি পদ্মজা উপন্যাসের মূল কাহিনি বা সারসংক্ষেপ



Hard Cover

BUY NOW

 আমি পদ্মজা উপন্যাসের মূল কাহিনী হল একটি গ্রাম্য মেয়ের সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। উপন্যাসের নায়িকা পদ্মজা একজন দরিদ্র কৃষক পরিবারের মেয়ে। তার বাবা একজন নিরীহ ও অসহায় মানুষ। মা মারা যাওয়ার পর পদ্মজা তার বাবা এবং ছোট ভাইবোনদের দেখাশোনা করতে হয়।


পদ্মজা একজন মেধাবী ও সাহসী মেয়ে। সে পড়াশোনা করতে চায়। কিন্তু তার বাবা তাকে পড়াশোনা করতে দিতে চায় না। সে চায় পদ্মজা বিয়ে করে সংসার করুক।


পদ্মজা তার বাবার ইচ্ছার বিরুদ্ধে পড়াশোনা চালিয়ে যায়। সে স্থানীয় স্কুল থেকে মেট্রিক পাশ করে ঢাকার একটি কলেজে ভর্তি হয়। কলেজ জীবনে পদ্মজা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে।


কলেজে পড়ার সময় পদ্মজা তার বাবার অসুস্থতায় আক্রান্ত হওয়ার কথা জানতে পারে। সে ছুটি নিয়ে গ্রামে ফিরে যায়। তার বাবার চিকিৎসার জন্য সে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে। কিন্তু তার বাবা শেষ পর্যন্ত মারা যায়।


বাবার মৃত্যুর পর পদ্মজা তার ভাইবোনদের দেখাশোনা করার দায়িত্ব নেয়। সে একটি স্কুলে শিক্ষকতা শুরু করে। পাশাপাশি সে তার পড়াশোনা চালিয়ে যায়।


পদ্মজা তার অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। তার গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।


পদ্মজা তার জীবনের গল্পের মাধ্যমে সমাজে নারীর ক্ষমতায়নের বার্তা দেয়। সে প্রমাণ করে যে, নারীরা যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের লক্ষ্য অর্জন করতে পারে।


উপন্যাসের অন্যান্য চরিত্র


পদ্মজার বাবা: একজন নিরীহ ও অসহায় মানুষ।

পদ্মজার মা: একজন অসাধারণ নারী।

পদ্মজার ছোট ভাইবোনেরা: দুষ্টুমি করেও পদ্মজাকে অনেক ভালোবাসে।

পদ্মজার কলেজের বন্ধুরা: পদ্মজার সাফল্যের পথে সহায়তা করে।

পদ্মজার স্বামী: একজন সৎ ও শিক্ষিত মানুষ।


উপন্যাসের মূল বিষয়বস্তু


নারীর ক্ষমতায়ন

সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা অতিক্রম

শিক্ষার গুরুত্ব

ভালোবাসার শক্তি


কার্টেসিঃ  Md Nabiul Islam Nabil (কোরাতে বিখ্যাত)


আরো পাঠকের রিভিও পরতে ক্লিক করুন এখানে। 


এই উপন্যাসটি সকল পর্ব ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। 


Post a Comment

0Comments
Post a Comment (0)